ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বোরহানউদ্দিন উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা জেলার জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান,ভোলা জেলা নির্বাচন অফিসার মোঃ আলা উদ্দিন আল মামুন।
স্বাগত বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলার নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির। এ সময় বক্তারা প্রার্থীদেরকে নির্বাচন আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
Leave a Reply