তছলিম আখন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার মুজিনগর ইউনিয়নের চরমোহাতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিনের এক নারীর সাথে অশ্লীল কথোপকথনের আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে আবরান তাহসান তরিক নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে নারীর সাথে মাদ্রাসা সুপারের ফোনালাপের ১৩ মিনিটের অডিও রেকডিং পোস্ট করলে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে ভাইরাল হয়ে যায়। শুরু হয় নারীর সাথে অশ্লীল কথোপকথনের নিয়ে সমোলাচনার ঝড়।
এ ঘটনায় মঙ্গলবার চরফ্যাসন উপজেলার সকল মাদরাসার সুপার ও সহকারী শিক্ষকদের নিয়ে গঠিত জমিয়াতুল মোদাররেছিন চরফ্যাসন শাখার সদস্য পদ থেকে ওই মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ পর্যালোচনা করে জানা যায়, চরমোতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিন নারীর সাথে ফের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান, বিনিময়ে তাকে স্মার্টফোন উপহার দেবেন এবং নারীকে এক সময় কুয়াকাটার একটি হোটেলে নিয়ে রাত্রিযাপন করেছেন। মুঠোফোনে তাদের রোমান্টিক মুহূর্তের কথা ও নারীর সাথে তার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে এবং ওই নারীর বোনের সাথেও তার শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু তিনি তার সাথে শারীরিক সম্পর্ক করে অনেক আনন্দ পেয়েছেন, ফের তার সাথে তিনি শারীরিক সম্পর্ক করতে চান। এমন কথোপকথনের বর্ণনা দেন ওই নারীকে। মাওলানা ফকর উদ্দিনকে প্রচুর ভালোবাসা দিতে হবে প্রস্তাবসহ বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর ফোনালাপ করতে শোনা যায় এবং ওই নারীকে তার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
মাওলানা ফকর উদ্দিন জানান, নারীর সাথে আমার ফোনালাপের অডিও রেকর্ডিং আমি শুনেছি। স্থানীয় মন্নান মিয়ার ছেলে রনির সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে তাই প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে এডিট করে ওই অডিও ক্লিপটি করা হয়েছে। তবে কিছুদিন আগে আমার ফোন হারিয়ে যায় ওই ফোন থেকে আমার ভয়েস নিয়ে এডিট করে ওই অডিও ক্লিপ করা হয়েছে বলে আমার ধারণা। কোনো নারীর সাথে আমার এমন ফোনালাপ হয়নি। আমার বিরুদ্ধে এমন অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
চরমোতাহার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, সুপার বিষয়টি তাকে মুঠোফোনে জানিয়েছেন। অডিও ক্লিপটি শুনে আসল রহস্যে বোঝা যাবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।