নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে বাড়ির পাশের দোকানে চা খেতে গিয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
নিহত ইসমাইল হোসেন (৫০) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের ৭নম্বর ওয়ার্ডের কুলওয়ালো পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আসিফুল হক বিজয় জানান, শ্রবণ প্রতিবন্ধী ইসমাইল রাত সাড়ে ৮টার দিকে চা খেতে বাড়ির পাশের একটি দোকানে যায়। এ সময় রাস্তা পার হওয়ার সময়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।