লোকমান খান মনপুরা প্রতিনিধি:
মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উৎসব মুখর পরিবেশে পালন উপলক্ষে উন্মুক্ত সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের বাংলো সংলগ্ন পুকুরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাতার প্রতিযোগীতায় ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী আব্দুল মান্নান, দ্বিতীয় স্থান অধিকার করেন স্থানীয় ব্যাক্তি মোঃ হাসান ও তৃতীয় স্থান অধিকার করেন হাজির হাট আলিম মাদ্রাসার ছাত্র মোঃ জাবেদ।
সাতার প্রতিযোগীতায় আনন্দ উপভোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তৈয়বুর রহমান, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা খান মোঃ টিপু সুলতান, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ মোছলেহউদ্দিন, উপজেলার বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগণ।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।