ভোলা প্রতিনিধি:
মহাবিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্নজয়ন্তী উপলক্ষে ভোলার লালমোহন-তজুমদ্দিনে বর্নাঢ্য আয়োজনে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে। সকালে শহীদ স্মৃতিফলকে পুষ্পার্ঘ অর্পন, কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধেদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয়ের সুবর্নজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
এসময় উপস্থিত ছিলেন লালমোহমন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, এসিল্যান্ড মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধারাসহ আরো অনেকে।
Leave a Reply