রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউপির ৯ টি ওয়ার্ডের সাধারণ ও ৩টি সংরক্ষিত আসনের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা তার কার্যালয়ে এ শপথবাক্য পাঠ করান। এসময় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা উপস্থিত ছিলেন। ১৯ ডিসেম্বর রবিবার বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাকে শপথ পড়ান। প্রসঙ্গত গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার সৈয়দকাঠি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ২১ জুন প্রথম ধাপে উপজেলার অপর ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। উপজেলার ৮টি ইউপি নির্বাচনেই নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হন। এদের মধ্যে ৫টি ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।