ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তিন লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। বেড়েছে দৈনিক মৃত্যুও।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৯১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল ৪৪১ জনের।
একই সঙ্গে বাড়ছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দৈনিক সংক্রমণের হার ছিল ১৫.১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ।
দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন।
এছাড়া ভারতে ৯ হাজার ২৮৭ ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
Leave a Reply