উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার থেকে ২২ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী।
এরই মধ্যে আজ দুপুর সাড়ে ১২টায় অনশনরত শিক্ষার্থী কাজল দাস অজ্ঞান হয়ে পড়েন। তাকে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। অনশনে বসার পর থেকেই কোনো ধরনের খাদ্য ও পানীয় গ্রহণ করছেন না শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী শাহারিয়ার আবেদীন এসব তথ্য জানিয়ে বলেন, গতকাল দুপুর ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের মধ্যে রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি। পরে মাউন্ড এডোরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও আন্দোলনে যোগ দেন তিনি।
একই সময় আন্দোলনে অংশ নেওয়া বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক অসুস্থ হয়ে পড়লে তাকে মাউন্ট এডোরাতে ভর্তি করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।