অনলাইন ডেস্ক; করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে সরকার। ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে ফরিদপুর জেলা প্রশাসন।
রোববার (২৩ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় ‘ওমিক্রন’ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজি-টুলু এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে শহরের শাহিন স্কুল এন্ড কলেজের কার্যক্রম চলমান রাখায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজি-টুলু। স্বাস্থ্যবিধি না মেনে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আবাসিকে রাখা হয়েছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আগামীকাল সোমবার সকল শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেবে এবং স্কুল বন্ধ রাখবে বলে মুচলেকা দেওয়ায় কোনো জরিমানা ছাড়াই সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজি-টুলু জানান, শহরের বিভিন্ন স্কুল ও মার্কেটে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে সকল স্কুল কলেজ ও কোচিং সেন্টার সরকারি নির্দেশনা না মেনে এখনও তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদের প্রতিষ্ঠান বন্ধ করার জন্য বলা হচ্ছে। সোমবার থেকে বন্ধ করা না হলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
পরে শহরের বিভিন্ন মার্কেট এলাকায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজি-টুলু। এসময় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
তিনি আরো জানান, জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশনায় করোনা প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ফরিদপুর জেলা সির্ভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ১৫ শতাংশ দাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড এন্টিজেন টেষ্ট করানো হয়েছে ১৭৬ জনকে। এর মধ্যে করোনা রোগী নতুনভাবে শনাক্ত হয়েছে আরো ৮৩ জন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট মহামারি করোনা রোগীর সংখ্যা দাড়ালো ২২হাজার ১শ ৯৩ জন। সুস্থ হয়েছে ২১ হাজার ৮শ ৩৫ জন। আর প্রাণহানি হয়েছে জেলায় ৫৩৮ জনের।
সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী নতুনভাবে শনাক্ত হয়েছে ৮৩ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে। বাইরে চলাচলের ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
তিনি আরো জানান, এছাড়া হোটেলগুলোতে অধিক সংখ্যক জনসমাগমের বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। এই নির্দেশনা মানা না হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
Leave a Reply