মাহবুব পিয়াল, ফরিদপুর
ফরিদপুরে করোনা সনাক্তের হার দিনে দিনে বাড়ছে। ২৪ ঘন্টার ব্যবধানে সনাক্তের হার বেড়েছে ১৯ দশমিক ৫৭ ভাগ। গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ৪৭ দশমিক ১৫ ভাগে উন্নীত হয়েছে। আগের ২৪ ঘন্টায় সনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৮। ২৪ ঘন্টার ব্যবধানে সনাক্তের হার বেড়েছে ১৯ দশমিক ৫৭।
গতএক সপ্তাহ ধরে সনাক্তের হার বাড়ছে।গত শনিবার ফরিদপুরে ১৭৬ জানের নমুনা পরীক্ষা কওে করোনা সনাক্ত হয়েছে ৮৩ জনের। সনাক্তের হার ৪৭.১৫।এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ৮০ জনের এবং এন্টিজের পদ্ধতিতে ৩ জনের করোনা সনাক্ত হয়েছে।
পিসিআর ল্যাবের মধ্যে সনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে ফরিদপুর সদরে ৬৯, নগরকান্দায় ৩, বোয়ালমারী,মধুখালী ও সালথায় দুইজন কওে এবং ভাঙ্গা ও চরভদ্রাসনে একজন কওে রয়েছে।
ফরিদপুরে গত শুক্রবার সনাক্তের হারছিল ২৭ দশমিক ৫৮, বৃহস্পতিবার ছিল ৩২ দশমিক ৯২, বুধবার ছিল ২৬ দশমিক ৭৫, মঙ্গলবার ছিল ২৩ দশমিক ১৬, সোমবার ছিল ২২ দশমিক ০৪ এবং রবিবার ছিল ২৪ দশমিক ৮২।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সুত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যৗল্প করোনা সনাক্ত হয়েছে ২২ হাজার ১৯৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৩৮ জন।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ১৭৬ জনের মধ্যে ৮৩ জনই পজেটিভ। সংক্রমের হার ভয়াবহ। নিজে সচেতন না হলেএ সংকট থেকে উত্তরণের পথ নেই।
Leave a Reply