অনলাইন ডেস্ক,
দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলোকে সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল দিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় রবিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশ দেয়।
এতে বলা হয়, এ সময়ে অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনা করলেও, বাকি কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল এলাকাতেই অবস্থান করবেন এবং ভার্চুয়ালি দাপ্তরিক কাজে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালত পরিচালনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।