1. admin@thedailypadma.com : admin :
টিআইবি সনাকের সাথে ফরিদপুর পৌরসভার মেয়রের মত বিনিময় সভা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

টিআইবি সনাকের সাথে ফরিদপুর পৌরসভার মেয়রের মত বিনিময় সভা

  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ Time View

নাগরিক বিভিন্ন সমস্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিক ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সাথে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুর পৌরসভায় মেয়রের কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় মেয়র অমিতাভ বোস জানান, পৌরসভার সেবা নাগরিকদের দোড় গোড়ায় পৌছে দিতে ওর্য়াড ভিত্তিক ই-সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। গতকাল থেকেই এ ব্যাপারে শ্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রথমিক পর্যায়ে তিনটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ড এর আওতায় আনা হবে।
মেয়র বলেন, পৌরবাসীর পানির সমস্যা আপাতত দূর হয়েছে, সিটিজেন চার্টার পৌরসভার ভবনের সামনে স্থাপন করা হয়েছে, কাজ করছে নারী কর্নার।
তিনি বলেন, তবে বাজেটের সল্পতার জন্য নর্দমান কাজ ব্যাপক ভাবে হাতে নেওয়া যায়নি। তবে সীমিত আকারে এ কাজও চলছে। তিনি বলেন, পৌরসভার জলাবদ্ধতা নিরসনে এবং বিল্ডিং কোড মেনে যাতে পৌরবাসী ভবন নির্মান করে সে ব্যাপারে তদারকি করা হচ্ছে।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র অমিতাভ বোস। উপডস্থিত ছিলেন টিআইবি সনাক ফরিদপুরের সভাপতি শিপ্রা গোস্বামী, সদক সদস্য রমেন্দ্র নাথ রায় কর্মকার, পান্না বালা, হাসানউজ্জামান, পপি আক্তার।
অনুষ্ঠানে পৌর সভার কর্মকর্তা ও কাউসিলর গণ উপস্থিত ছিলেন।
পরিশেষে সনাক সদস্য রমেন্দ্রনাথ রায় কর্মকার সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews