উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচির সপ্তম দিনে নমনীয় অবস্থান লক্ষ্য করা গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) একদল শিক্ষার্থী সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান।
বিষয়টি নিয়ে দুইপক্ষের আলোচনার পর সিদ্ধান্ত জানাতে এক ঘণ্টা সময় নিয়েছেন অনশনকারীরা।
অনশন ভাঙার অনুরোধ জানানো শিক্ষার্থীরা অবশ্য উপাচার্যবিরোধী আন্দোলন চলবে বলে জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের শপথ পড়ান মোহাইমিনুল বাশার রাজ।
এই শপথের পর অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে তাদের আলোচনা হয়।
অনশনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন জানান, তিনি অনশন চালিয়ে যেতে চান। তবে সবার সিদ্ধান্ত চূড়ান্ত করতে এক ঘণ্টা সময় প্রয়োজন।
Leave a Reply