মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরের চরভদ্রাসনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চরভদ্রাসন উপজেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে সংস্থার নিজ কার্যালয়ে অসহায় ও দু:স্থ্য শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চরভদ্রাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী লাভলুর পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কেন্দ্রীয় কমিটি ও মোহাম্মদ দেলোয়ার হোসেন কার্যনির্বাহী কমিটির সদস্য মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কেন্দ্রীয় কমিটি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজ্জাদ হোসেন মৃধা সভাপতি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চরভদ্রাসন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: আনোয়ার হোসেন মোল্লা । মানবাধিকার বাস্তবায়ন কমিশন চরভদ্রাসন উপজেলা শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন ,মোঃ হাবিবুর রহমান , শেখ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক এম এম সাইফুর রহমান উজ্জল, সমাজ কল্যাণ সম্পাদক কোবির হোসেন , প্রচার সম্পাদক সুলতান মোল্লা, সাংস্কৃতি সম্পাদক রতন ঠিকাদার, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার সহ হারুনুর রশিদ, শামীম হোসেন, মোহাম্মদ মোস্তফা,মোঃ মুকুল হসেন ,শাহজাহান সিকদার, লিটন শিকদার সহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চরভদ্রাসন উপজেলা শাখার সদস্য ও চরভদ্রাসন উপজেলার সাধারণ জনগণ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন পেশা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যে যার অবস্থান থেকে মানবতার সেবা করার চেষ্টা করেন এরপরও কিছু মানুষ সাধারণ মানুষের উপর জোর জুলুম অন্যায় অত্যাচার করেই চলছে। আমরা সকলে একত্রিত হয়েছি এই নির্যাতিত অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য । তাদের সহযোগিতা করার জন্য, আপনার-আমার সকলের প্রচেষ্টায় সমাজ থেকে জোর জুলুম অন্যায় অত্যাচার কিছুটা হলেও নির্মূল করার লক্ষ্যে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কাজ করে চলছে। আপনারা আমাদের সাথে থেকে আমাদের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
Leave a Reply