চট্টগ্রামে নতুন করে আরও ১ হাজার ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ। মারা গেছেন আরও দু’জন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৩ হাজার ১৪২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩২৪ জনের মধ্য লোহাগাড়ার ১১, সাতকানিয়ার ২৭, বাঁশখালীর ১৩, আনোয়ারার ৩২, চন্দনাইশের ১২, পটিয়ার ৪২, বোয়ালখালীর ১৬, রাঙ্গুনিয়ার ১৫, রাউজানের ১৯, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪৬, মিরসরাইয়ের ৩৪, সীতাকুণ্ডের ৬ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।
এর আগে বুধবার ১ হাজার ৪৫৫ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৪ হাজার ৬৩৭ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৯ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২১ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।