বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করতে নামছে খুলনা টাইগার্স।
দুপুর দেড়টার সময় সাগরিকার পাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
আজকের আগে এবারের আসরে নিজদের সর্বশেষ ম্যাচেই ঢাকার মিরপুরে মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম আর খুলনা। সেই ম্যাচে তারুণ্যের শক্তিকে ভর করে খুলনাকে ২৫ রানে হারিয়েছিলো চট্টগ্রাম।
মিরপুরেই হোম অব ক্রিকেটে খুলনাকে হারানোতে আজ আরও বাড়তি আত্মবিশ্বাস পাবে চাঁটগার দলটি। আজ যে তারা খেলতে নামবে নিজেদের মাঠে। করোনা পরিস্থিতির কারণে স্টেডিয়ামে যদিও দর্শক আসা নিষেধ তবুও সাগরিকার পাড়ের দলটি আকজ সমর্থন পাবে বন্দরনগরীর অসংখ্য মানুষের।
বিপিএলের প্রথম পর্ব শেষে ৩ ম্যাচে ২ জয় আর ১ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে মেহেদি হাসান মিরাজের তারুণ্যনির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে ২ ম্যাচে ১ জয় আর ১ হার নিয়ে টেবিলের ৪ নাম্বারে অবস্থান করছে মুশফিকুর রহিমের অভিজ্ঞ খুলনা টাইগার্স।
চট্টগ্রামে নিজেদের মাঠে জয়ের খুলনার বিপক্ষে জয় তুলে নিতে পারে কিনা সেটিই দেখার বিষয় ক্রিকেটপ্রেমীদের।
আজকের ম্যাচে মিরাজের চট্টগ্রাম মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। অন্যদিকে খুলনার একাদশে এসেছে দুটি পরিবর্তন। করোনা পেরিয়ে দলে ফিরেছেন সৌম্য সরকার। তানজিদ তামিমের জায়গায় খেলবেন তিনি। আর সোহরাওয়ার্দী শুভর জায়গায় আজ দলের হয়ে মাঠে নামবেন নাবিল সামাদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, রেজাউর রহমান, নাসুম আহমেদ
খুলনা টাইগার্স একাদশ: সৌম্য সরকার, আন্দ্রে ফ্লেচার, মুশফিকুর রহিম, রনি তালুকদার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদি হাসান, সেকুগে প্রসন্ন, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ।
Leave a Reply