রাজধানীসহ সারা দেশে তীব্র শীত অনুভূত হচ্ছে। সামনের সময়ে এ তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি জানান, শুক্রবার রাতে সারা দেশে তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।
এর আগে সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিলো, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা সারাদেশে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
Leave a Reply