ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-মাগুরা সড়কে ট্রাক ও ব্যাটারী চালিত অটোবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সদর উপজেলার দিগনগর এলাকায় শনিবার সকাল পৌনে দশটায় এ ঘটনা ঘটে।
নিহত অটো চালক হলেন ৪৬ বছর বয়সী মোঃ হিরু মীর তার বাড়ি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামে। তার পিতার নাম শুকুর মিয়া।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী ট্রাক ঝিনাইদহ ট-১১-০২২৪ কানাইপুর থেকে ফরিদপুরগামী অটোবাইকের সংঘর্ষ হয় হলে ঘটনাস্থলেই অটোবাইক চালক নিহত হয়। অটোবাইকের একজন যাত্রী অজ্ঞাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মরদেহটি করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।
ওসি বলেন, ‘ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে।’
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।