মাহবুব পিয়াল, ফরিদপুর ঃ
পুলিশ মানেই এক অন্য দর্শন অন্য এক ছবি। সেই দর্শন সেই ছবির মতামতকে ঝেড়ে ফেলে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান অন্য এক মানবতার দ্বার উন্মোচন করেছেন ফরিদপুরের মানুষের জন্য। তার অফিস অবারিত খোলা যেকোন অসহায় মানুষ এর জন্য। প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত যে কোন মানুষ তার কাছে হাজির হতে পারেন। মুখ খুলে কথা বলতে পারেন যেকোন সমস্যা নিয়ে। তার মানবতা ছড়িয়ে পড়েছে প্রতিটি বিচার প্রার্থী থেকে অসহায় যে কোন মানুষের কাছে।
এমনই মানবতার নিদর্শন নিয়ে সোমবার বেলা ১২ টায় ফরিদপুর শহরের লক্ষীপুর মডেল টাউন এলাকায় এক ভিক্ষুক নারীকে বাড়ি ও দোকান ঘর নির্মান করে দিয়েছেন। এর আগেও তিনি একজন বীরঙ্গনাসহ বেশ কয়েকজন অসহায় পরিবারকে ঘর নির্মান করে দিয়েছেন। করোনার প্রথম থেকে অসহায় মানুষের খাদ্য সামগ্রী, মাস্ক ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ, রোজায় খাদ্য বিতরণ, কম্বল, প্রায় রাতে জেলার অসহায় ভবঘুরে মানুষের মধ্যে খাবার বিতরণ করে তিনি এখন ফরিদপুরের মানবতার ফেরিয়ালা।
এমনই উদ্যোগের অংশ হিসেবে সোমবার ফরিদপুর শহরের লক্ষীপুর মডেল টাউন এলাকায় মাহফুজা বেগম নামে ওই নারীর হাতে বাড়ির চাবি তুলে দেন পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান। এসময় সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. গাফফার হোসেন, পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চাবি হস্তান্তর শেষে বাড়ির আঙিনায় পুলিশ সুপার দুইটি আম গাছের চারা রোপন করেন।
জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যায়ে এই বাড়ি নির্মান করে দেয়া হয়েছে। বাড়ির মধ্যে স্বাস্থ্য সম্মত টয়লেট, টিউবয়েল, পাকা ফ্লোরের বারান্দা সহ দোচালা দুইটি কক্ষ করে দেয়া হয়েছে। এছাড়াও বাড়ির সাথেই একটি দোকান ঘর নির্মান করে দেয়া হয়েছে যাতে করে এই নারী ভিক্ষা না করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
সুবিধাভুগী ওই নারী মাহফুজা বেগম বাড়ি পেয়ে আবেগ আপ্লত হয়ে জানান, আমার এই খুশি প্রকাশ করার মত না। সারা জীবন আমি এসপি স্যারের জন্য দোয়া করবো। তিনি জানান, তার স্বামী মৃত্যু হয়েছে অনেক আগেই। এখন একমাত্র ছেলে পঙ্গু হয়ে আছে, কোন কাজ করতে পারে না। মানুষের কাছে ৫০/১০০ চেয়ে নিয়ে দুই বেলা আহারের ব্যবস্থা হতো। মাথা গোজার কোন ঠাই ছিল না আমার, পরের বাড়িতে থাকতাম। এসপি স্যার অনেককে ঘর বানিয়ে দিচ্ছে শুনে তার কাছে গিয়ে জানালে তিনি আমাকে ঘর নির্মান করে দেন।
পুলিশ সুপার আলীমুজ্জামান জানান, পুলিশ জনগন নিয়ে কাজ করে, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক মানবিক কাজ করেথাকে, অতীতেও করেছে, যা হয়ত এখন আরো বেশী দৃশ্যমান। আমরা জনগনের খুব পাশে যেতে চাই। সেই ধারাবাহিকতায় জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে দরিদ্র অসহায় এই নারীকে বাড়ি নির্মান করে দেয়া। #
Leave a Reply