দেশে প্রচারিত ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। দৈনিকটির নির্বাহী সম্পাদক শামীম আবদুল্লাহ জাহেদী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
শামীম আবদুল্লাহ জাহেদী বলেন, ‘ব্যবসায়িক সিদ্ধান্তের অংশ হিসাবে আমরা সংবাদপত্রের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছি। বিনিয়োগকারীরা সংবাদপত্রটিকে অর্থনৈতিকভাবে কার্যকর মনে করছেন না আর।’
তিনি আরও জানান, ‘কর্তৃপক্ষ সব কর্মচারীদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং আইন অনুযায়ী সব বকেয়া পরিশোধ করে দেওয়া হবে।’
দৈনিকটির একজন প্রতিবেদক গণমাধ্যমকে জানিয়েছেন, কর্তৃপক্ষ তাদেরকে সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং তাদের সকল বকেয়া পরিশোধের আশ্বাসও দিয়েছে।
১৯৯৫ সালের ২৬ মার্চ চালু হওয়া বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন এই ইংরেজী দৈনিকটি এর আগে ২০২০ এর এপ্রিলে তাদের প্রিন্ট সংস্করণ বন্ধ করে দেয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।