আসন্ন আইপিএলের ১৫তম আসরের নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি পছন্দের তারকা ক্রিকেটারকে দলে নিতে পারবে। নিলামে বিভিন্ন দেশের বেশ কিছু তারকার নাম রয়েছে। তার মধ্যে বাংলাদেশের আছেন পাঁচজন।
তারা হলেন- সাকিব আল হাসান (২ কোটি রুপি), মোস্তাফিজুর রহমান (২ কোটি রুপি), লিটন দাস (৫০ লাখ রুপি), তাসকিন আহমেদ (৫০ লাখ রুপি), শরিফুল ইসলাম (৫০ লাখ রুপি ভিত্তিমূল্য)।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতসহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা এবারের আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।
দেখা যাক কোন দেশের কতজন ক্রিকেটার অংশ নিচ্ছেন নিলামে :
১. ভারতের ৩৭০ জন
২. বাংলাদেশের ৫ জন
৩. ইংল্যান্ডের ২৪ জন
৪. অস্ট্রেলিয়ার ৪৭ জন
৫. নিউজিল্যান্ডের ২৪ জন
৬. দক্ষিণ আফ্রিকার ৩৩ জন
৭. শ্রীলংকার ২৩ জন
৮. ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন
৯. আফগানিস্তানের ১৭ জন
১০. জিম্বাবুয়ের ১ জন
১১. আয়ারল্যান্ডের ৫ জন
১২. নামিবিয়ার ৩ জন
১৩. নেপালের ১ জন
১৪. স্কটল্যান্ডের ২ জন
১৫. আমেরিকার ১ জন
Leave a Reply