মাহবুব পিয়াল , ফরিদপুর:
ফরিদপুরের সালথায় দেশিয় অস্ত্র ঢাল-কাতরা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম তুগোলদিয়া গ্রামে অভিযান চালিয়ে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টার অভিযোগে তিনজনকে ১১ টি ঢাল ও ১৩টি কাতরা সহ আটক করে। আটককৃতরা হলেন, তুগোলদিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হবি মোল্যা (৩৮), সাহাদত মোল্যার ছেলে রিপন মোল্যা (২০) ও আদেল মোল্যার ছেলে পলাশ মোল্যা (২৮)।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান বলেন, দেশিয় অস্ত্র ঢাল-কাতরা সহ আটককৃত ৩জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।