গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অসুস্থ আফ্রিকান সিংহীটির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে আফ্রিকান সিংহীটি মারা যায় বলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর ১১ আগস্ট সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে চিকিৎসা চলছিল সিংহীটির। এরপর বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়।
এ পরিস্থিতিতে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সিংহীর চিকিৎসা শুরু করেন। ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে সিংহীটির শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে বেলা ১টার দিকে সিংহীটি মারা যায়। এর বয়স প্রায় ১১ বছর।
২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার পরপরই দক্ষিণ আফ্রিকা থেকে এ সিংহটি আনা হয়। সিংহীটির মৃত্যুর পর পার্কে এখন সিংহ থাকল ৯টি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।