প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ৪:৩৮ এ.এম
আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, আবুধাবি সফরের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর জানিয়ে তিনি বলেন, বাণিজ্য-বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে সহযোগিতা রয়েছে।
মাশফি বিন শামস আরও বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। তিনি আবুধাবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।