বরাবরই আলোচনায় থাকেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ । এবার মাঠের ভেতর প্রকাশ্যে দাঁড়িয়ে ধুমপান করে খবরের শিরোনাম হলেন তিনি।
শুক্রবার বৃষ্টির কারণে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এদিকে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও পণ্ড হওয়ার শঙ্কা। তবে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে ঢাকা ও কুমিল্লার খেলোয়াড়রা মাঠ দেখতে নেমেছিলেন মিরপুরের সবুজ ঘাসে।
কেউ মাঠের পরিস্থিতি দেখছেন, কেউ হালকা ওয়ার্মআপ করছেন আবার অনেকেই মেতেছেন আড্ডায়। তখনই মাঠের একপ্রান্তে মিনিস্টার গ্রুপ ঢাকার আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ কুমিল্লার করিম জানাত এবং আরেক জনের সঙ্গে কথা বলছেন। এসময় জ্যাকেটের পকেট থেকে ভেপ বা ই-সিগারেট নিয়ে মাঠে ধূমপান করেন শেহজাদ। একাধিকবার তাকে এই কাজ করতে দেখা যায়। সেই ধোঁয়ার কুন্ডুলি পাকিয়ে ওপরে উঠতে দেখা যায়।
বিষয়টি ধরা পড়ার পর মাঠের একপ্রান্তে থাকা ফটো সাংবাদিকরা ঢাকা কোচ মিজানুর রহমান বাবুলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। তখন শেহজাদ ধুমপান বন্ধ করেন।
উল্লেখ্য, ক্রিকেট মাঠে সব ধরনের ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। শেহজাদের সেই ঘটনার পর আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় মিরপুরে। পিচ আবারও ঢেকে ফেলা হয় কাভারে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।