শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে ভারতশাসিত জম্মু-কাশ্মিরে। প্রায় ২০ সেকেন্ড ধরে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প টের পেয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লি ও নয়ডার বাসিন্দারাও।
সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।
ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের কোনও এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
স্থানীয় সময় সকাল ৯টা ৪৬ মিনিটে শুরু হয় কম্পন। তা প্রায় ২০ সেকেন্ড ধরে চলে। আচমকা কাঁপুনিতে তটস্থ হয়ে পড়েন সাধারণ মানুষ।
এনডিটিভির খবরে বলা হয়, দিল্লি, উত্তরপ্রদেশের নয়ডা, হরিয়ানা থেকে কম্পনের খবর পাওয়া গেছে।
ভারতের সরকারি সূত্রে বলা হয়, ভূপৃষ্ট থেকে ১৮১ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্র।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।