ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংস্থা “সবুজ বাংলাদেশ সমাজ কল্যাণ সংস্থা”র আয়োজনে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সার্ভিসের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।
রোববার দুপুরে শহরের খাবাসপুরে সংস্থার কার্যালয়ে এ সেবাকাজের উদ্বোধনকালে সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মো. খালেদ, সংরক্ষীত নারী কাউন্সিলর নাজনীন আক্তার, কাজী কামরুল ইসলাম, পল্লী চিকিৎসক একেএস আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সংস্থার কার্যালয়ে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত আগ্রহীরা সেবা নিতে পারবেন। #
Leave a Reply