অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি পরিবারের পছন্দে বিয়ে করেন তিনি। পাত্র বি আহমেদ রাহী একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সেইসাথে মিউজিশিয়ানও। এমনটা বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন সারিকা নিজে।
তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি সারিকার ধানমন্ডির বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে (আকদ) সম্পন্ন হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সারিকার কাছের বন্ধু-বান্ধব।
সারিকা সাবরিন বলেন, বিয়ের বিষয়টা একদম হুট করে হয়েছে, সম্পূর্ণ পরিবারের ইচ্ছেতে এবং পছন্দে। যার কারণে সবাইকে জানানো হয়নি। আর যেহেতু আমার বাবা বেশ কিছুদিন আগে কোভিড পজিটিভ ছিলেন, এরপর সুস্থ হওয়ার পর সবকিছু দ্রুত হয়ে গিয়েছে। আপাতত আকদ হয়েছে, পরে সময় করে সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করার চিন্তা রয়েছে। নতুন জীবনের শুরুতে সবার কাছে দোয়া চাই।
Leave a Reply