নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম সুপারিশ করার জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি বিভিন্ন পেশার ৬০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠকে বসবে। আগামী শনি ও রোববার এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গত শনিবার সার্চ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর আজ ছিল এ কমিটির দ্বিতীয় বৈঠক। এর আগে ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, শনি ও রোববার মোট তিনটি বৈঠক হবে। এরমধ্যে শনিবার হবে দুটি বৈঠক আর রোববার একটি। শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আর পৌনে ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় বৈঠক। রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে আরেকটি বৈঠক।
সচিব বলেন, বৈঠকের বিষয়ে বুধবারের মধ্যে বিশিষ্টজনদের চিঠি দেওয়া হবে। তাদের কাছে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতামত চাওয়া হবে। তারা চাইলে কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন।
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কমিটির কাছে এ পর্যন্ত ৩০ জনের নাম এসেছে জানিয়ে তিনি বলেন, যেসব দল এখনো নাম দেয়নি তারা শুক্রবার বিকেলের মধ্যে ১০ জনের তালিকা দিতে পারবে মন্ত্রিপরিষদ বিভাগে। এর জন্য শুক্রবার বিশেষ ব্যবস্থাপনায় মন্ত্রিপরিষদ বিভাগ খোলা থাকবে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।