মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় পাঁচ দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থা ও ডি এফ এর সহযোগিতায় পাঁচ দিনব্যাপী অনূর্ধ্ব ১৫ এর আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রণব কুমার মুখার্জি, কামরুজ্জামান কামরুল, অমরেশ সাহা, ডিএফ এ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম ভোলা ।
জেলার ২৪ জন প্রশিক্ষণার্থী কে নিয়ে এ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।