মাহবুব পিয়াল,ফরিদপুর :
জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব । শুক্রবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপত কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এ্যাড. হাবিবুর রহমান হাবিব বলেন আমি এবং আমার পরিবারের সবাই এক সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও পরবর্তীতে ২০০০ সালে বিএনপিতে যোগদান করি এবং ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ পদে ও জেলা আইনজীবী ফোরামের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করি। বর্তমানে আমি আমার আইন পেশায় গভীরভাবে মনোযোগ দেয়ার জন্য স্বেচ্চায় বিএনপি থেকে অব্যাহতি গ্রহণ করলাম। তিনি এখন থেকে আইন পেশায় মনোনিবেশ করবেন এবং এর মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply