সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬৩ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সে সব এলাকায় তফসিলের মেয়াদ শেষে এ আদেশ কার্যকর হবে।
এর আগে গত ২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।
Leave a Reply