ইউক্রেনের তিন দিক ঘিরে ফেলেছে রাশিয়া। এর মধ্যেই একটি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ঝাঁকে ঝাঁকে মহড়া করছে রুশ যুদ্ধবিমান। রুশ হামলা নিয়ে পশ্চিমা দেশগুলোর শঙ্কার মধ্যেই এ মহড়ার তথ্য দিলো ম্যাক্সার।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর নিশ্চিত করে।
ইউক্রেন ইস্যুতে এখনও পিছু হটার সময় আছে
ইউক্রেন ইস্যুতে এখন পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিছু হটার অবকাশ আছে বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার স্কটল্যান্ডে সফরে তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতি বিপজ্জনক এবং গুরুতর। আমরা সবাই একেবারেই খাদের কিনারায় দাঁড়িয়ে আছি এবং আমি মনে করি, এই ইস্যুতে এখনও পুতিনের পিছু হটার সময় আছে।
ইউক্রেনে হামলার জন্য রাশিয়া প্রস্তুত
বুধবারই হামলা!
জার্মানির একটি সংবাদমাধ্যম গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে উল্লেখ করে জানিয়েছে, বুধবারই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া। বিষয়টি জার্মানি সরকার ও হোয়াইট হাউস নিশ্চিতভাবে জানিয়েছে।
বুধবার ইউক্রেনের ঐক্য দিবস
রাশিয়ার হামলার বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে না দেখলেও বুধবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ‘ঐক্য দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন। এদিন বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা ওড়ানো এবং জাতীয় সঙ্গীত গাইতে আহ্বান জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, দীর্ঘ দিন ধরেই রাশিয়া তার দেশকে হুমকি দিলেও ‘যেকোনো মুহূর্তে মস্কোর হামলার আশঙ্কাকে’ ফুঁলিয়েফেঁপে প্রকাশ করছে পশ্চিমা মিত্ররা। এর ফলে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
Leave a Reply