মাহবুব পিয়াল,১৬ ফেব্রুয়ারি ,ফরিদপুর :
দেশ মাতৃকার কল্যান ও বিশ্বশান্তি কামনায় ফরিদপুরের সদর উপজেলার চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৭ দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে। গত শনিবার রাত থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠান বুধবার ভোর রাতে অষ্টকালীন লীলা র্কীতনের মধ্যে দিয়ে প্রথম পর্ব শেষ হয়।
আয়োজনের উৎসব কমিটির সভাপতি ডাঃ সুনিল কুমার দাস জানান, অনুষ্ঠানে ১৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম, অষ্টকালীন গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। অনুষ্ঠানে মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত অষ্টকালীন গান পরিবেশন করেন দেশের বিখ্যাত অষ্টকালিন শিল্পি শ্রী অমল ব্যানার্জী, শ্রীমতি ঝর্না রানী ও শ্রী ধর্মদাস সরকার। উক্ত ৭দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ গান শুনতে আাসেন এবং মহাপ্রসাধ গ্রহন করেন।
উল্লেখ্য, গত ১১৮ বছর যাবত ফরিদপুরের চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। #
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।