বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান
‘আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী আছে। আজকে থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সারাদেশে আমাদের ম্যানুয়াল স্টেশন আছে ৪৩টি। এর মধ্যে আজ ২৩টি স্টেশনের তাপমাত্রা বেড়েছে। মাত্র দুটি স্টেশনের তাপমাত্রা কমেছে। তবে আজকের পর হয়ত এসব জায়গাতেও তাপমাত্রা বাড়তে থাকবে।’
বৃষ্টি হওয়ার কোনো আভাস আছে কি না এমন প্রশ্নের জবাবে নাজমুল হক বলেন, ‘আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও আর শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ বৃষ্টি হলেও সেটা পরিমাণে কম হবে।’
Leave a Reply