1. admin@thedailypadma.com : admin :
আগামী মৌসুমে মাত্র দুই শ্রেণীর বিদেশী নাগরিক হজ পালনের অনুমতি - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন

আগামী মৌসুমে মাত্র দুই শ্রেণীর বিদেশী নাগরিক হজ পালনের অনুমতি

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৪ Time View

আগামী মৌসুমে মাত্র দুই শ্রেণীর বিদেশী নাগরিক হজ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা হজের ‘বিশেষ ভিসা’ গ্রহণ করবেন এবং যারা নিয়মতান্ত্রিকভাবে সৌদি আরবে বসবাস করেন, বিদেশী নাগরিকদের মধ্যে তারাই শুধু হজ পালন করতে পারবেন। ভিজিট ও ওয়ার্কিং ভিসাধারীরা এ বছর হজ পালনের আবেদন করতে পারবেন না।

তবে এ বছর হজ আদায়ের পদ্ধতি ও দেশী-বিদেশী হজযাত্রীদের সংখ্যার ব্যাপারে স্পষ্ট কিছু বলেনি মন্ত্রণালয়। বিবৃতিতে তারা জানিয়েছে, পরে এ বিষয়ে যে সিদ্ধান্তই নেয়া হবে তা বিস্তারিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত মৌসুমে সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী মাত্র ৬০ হাজার মুসুল্লিকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছিল। তবে সব হজযাত্রীদের করোনাভাইরাসের টিকা নেয়াটা বাধ্যতামূলক ছিল।

সূত্র : আল আরাবিয়া ও আল আহরাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews