মাহবুব পিয়াল,ফরিদপুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার চা এর দোকানগুলোতে আঁকা রিকশাচিত্র নিয়ে দেশ জুড়ে যখন হইচই ঠিক সেই সময়ে ফরিদপুর জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুণ তরুণীরা নিজ শহরের সরকারী রাজেন্দ্র কলেজ মোড়ের সবচেয়ে জনপ্রিয় রাসেল এর চায়ের দোকানটিকেও ফাগুনের রঙে রাঙিয়ে দিল।
প্রতিদিনই রাসেল এর চায়ের দোকানে কয়েকশত তরূণ তরুণী আড্ডা দেয়, জমে ওঠে রাজনৈতিক সংলাপ সবকিছু ঘিরে ফাগুনের রং ও পজেটিভ চিন্তাভাবনা সবার মাঝে ছড়িয়ে দিতে এই ব্যতীক্রমি উদ্যোগ নিয়েছে শহরের তরূন তরুনীরা। ফরিদপুরের সন্তান ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নুসরাত জাহান জেনী,প্রমা রাহা, রাহাতউদ্দিন খান,আবিদ শরীফ,মোঃআকিব খান,জেবা তাহসিন,জান্নাতুল নাহার এর গত তিনদিনের কঠোর পরিশ্রম করে বাংলার হারিয়ে য়াওয়া চিরায়ত রিকশাচিত্র ফুটে তুলেছে রাসেলের চায়ের দোকানে।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এসব ছেলেমেয়েরা নিজ হাতে রঙ,তুলি দিয়ে চায়ের দোকানে রঙ করে দারুন এক আবহ তৈরী করেছে,শহরের লোকেরা রাসেলের চায়ের দোকান দেখতেও ভিড় করছে।
রঙ তুলির ক্যানভাসে চায়ের দোকানে ফুটিয়ে তোলা রিকশাচিত্র অন্যতম উদ্যেক্তা তাহিয়াতুল জান্নাত রিমি জানান, এটা শহরের কিছু লোক ফালতু কাজ বলে কটাক্ষ করলেও এই ফুল লতা পাতা, রিক্সাচিত্রের ছবির মাধ্যমেই সকল জড়তা ও নেতিবাচক চিন্তা ভাবনাকে মুছে দিতে চায় নতুন প্রজন্মের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এইসব ছেলেমেয়েরা।
Leave a Reply