যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে নজিরবিহীন অর্থনৈতিক মূল্য দিতে হবে। আর এই আক্রমণ যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি করবে বলে পূর্বাভাস দেন তিনি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক মহড়া প্রত্যক্ষ করেছেন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এই হুমকি দিলেন। একইদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমর্থন আদায়ে ইউরোপ যাচ্ছেন। খবর আল জাজিরার।
অন্যদিকে পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের রাশিয়াপন্থী নেতারা কিয়েভের হামলার শঙ্কায় পূর্ণ সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন। যদিও পশ্চিমা দেশগুলো বলছে, ইউক্রেন আক্রমণে অজুহাত হিসেবে রাশিয়া এসব ভুয়া সংকটকে ব্যবহার করতে পারে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।