ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে রাশিয়া সফলভাবে হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার ক্রুইজ ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায় দেশটি।
ক্রেমলিন জানিয়েছে, এটা তাদের ‘পরিকল্পিত মহড়া’র অংশ। দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ‘সবগুলো ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে।’ এ মহড়ায় টিইউ-৯৫ বোমা বিস্ফোরণ ও সাবমেরিনের মাধ্যমে হামলাও অন্তর্ভূক্ত ছিল।
ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে পশ্চিমের দেশগুলোর সঙ্গে চরম সম্পর্ক সংকট দেখা দিয়েছে রাশিয়ার। যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো মনে করে, ইউক্রেনে একটি আগ্রাসন চালাতে পারে রাশিয়া।
তবে রাশিয়া এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই।
এ পরিস্থিতির মধ্যে সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। এতে ইউক্রেন নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে শঙ্কা রয়েছে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।