করোনাভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে শনাক্ত হয়েছেন মোট এক হাজার নয় শ’ ৮৭ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর মধ্য দিয়ে করোনাভাইরাস সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার নয় শ’ ৬৫ জন। অপরদিকে ভাইরাস সংক্রমণে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।
এর আগে শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ভাইরাস সংক্রমণে শনাক্ত হয়েছেন দুই হাজার এক শ’ ৫০ জন। শনাক্তের হার ছিলো আট দশমিক ৭১ ভাগ।
শনিবারের তুলনায় ভাইরাস সংক্রমণ শনাক্ত কমলেও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা আটজন বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, সাতজন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে চারজন, রংপুরে দুইজন এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে একজন করে মারা গেছেন।
রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন নয় হাজার দুই শ’ ৫২ জন। এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার পাঁচ শ’ ৮৪ জন।
২৪ ঘণ্টায় ২৫ হাজার চার শ’ ১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার চার শ’ পাঁচটি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ৮২ ভা। মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
Leave a Reply