৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি মৃদু উপসর্গে ভুগছেন। চলতি সপ্তাহে তিনি হালকা দায়িত্ব পালন করবেন। রোববার বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বাকিংহাম প্রাসাদ থেকে বলা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হালকা ঠান্ডার লক্ষণ দেখা দিয়েছে তার। তিনি সামনের সপ্তাহে উইন্ডসোর থেকে ‘হালকা দায়িত্বগুলো’ পালন অব্যাহত রাখবেন। রাজপ্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অব্যাহতভাবে চিকিৎসা নেবেন রানি। চিকিৎসকদের নির্দেশনা যথাযথভাবে মেনে চলবেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, রানি এলিজাবেথের বয়স এখন ৯৫ বছর। বড় ছেলে ও উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসের সংস্পর্শে এসেছিলেন তিনি। গত সপ্তাহে করোনা পজেটিভ ধরা পড়ে প্রিন্স চার্লসের।
বৃটেনের রাজতন্ত্রে রানি সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়ার কয়েক সপ্তাহ পরে এ ঘোষণা দেয়া হয়েছে। গত ৬ই ফেব্রুয়ারি সিংহাসনে আরোহণের ৭০ বছরের প্লাটিনাম জুবিলি স্পর্শ করেন। এ উপলক্ষে কমপক্ষে তিন মাসের মধ্যে প্রথম তিনি বড় আকারে জনগণের সঙ্গে মেশেন। স্যান্ড্রিংহ্যাম হাউজে দাতব্যকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন তিনি।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।