মো সাইফুদ্দিন জুয়েল;
মায়ের ভাষায় কথা বলার জন্য যারা অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ফরিদপুরের শহীদ মিনারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। যাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষার অধিকার পেয়েছিল বাঙালি, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের দিকে ফুল হাতে খালি পায়ে হেঁটে একে একে এগিয়ে যাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
সরকারি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নেতৃবর্গসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন ফরিদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে।
প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম পুলিশ সুপার, ফরিদপুর।
এর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়।পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রেসক্লাব সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সর্বস্তরের মানুষ শহীদ স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুর, জেলা পুলিশের পক্ষ থেকে ফরিদপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও ফরিদপুর পুলিশ লাইন্স শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply