জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) উদ্যোগে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বিশ্বের ১৯৪টি দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একইসঙ্গে সারাবিশ্বে বাংলাদেশ মিশনের উদ্যোগেও ২১ ফেব্রুয়ারি ভাষাশহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস, প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালিতে নির্মাণ করা হয়েছে স্থায়ী শহীদ মিনার।
কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ মিশন ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দেশের ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই প্রবাসে দিনটি পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনে স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করার সুযোগও সৃষ্টি করেছে। এদিন ইউনেস্কো ভাষার গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।