ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে সামরিক ঘাঁটি নির্মাণের অধিকার পেয়েছে রাশিয়া। ওই দুই অঞ্চলের নেতাদের সাথে সই হওয়া নতুন চুক্তির ফলে রাশিয়া এই অধিকার পেয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক নথিতে বলা হয়েছে।
রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার এক খসড়া আইনে বলা হয়েছে, রাশিয়া ও বিচ্ছিন্ন দুটি অঞ্চলের মধ্যে আলাদা সামরিক সহযোগিতা ও সীমান্ত সুরক্ষা চুক্তি হওয়ার পরিকল্পনা রয়েছে। দুমায় আজ মঙ্গলবার চুক্তিটি পাস হতে পারে।
উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া তিনি ওই দুই অঞ্চলে 'শান্তি বজায়' রাখার জন্য রুশ সৈন্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।
সূত্র : আল জাজিরা
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।