ইউক্রেন সীমান্তের কাছে দেড় লাখের বেশি রাশিয়ান সেনা অবস্থান করছে। এমতাবস্থায় পশ্চিমা দেশগুলোর আশঙ্কা যেকোনো সময় হামলা হতে পারে ইউক্রেনে। ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।
দেশটির নিরাপত্তা পরিষদ এই সিধান্ত নিয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ বলেন, প্রত্যক অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হবে শুধু দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া।
তিনি জানান, এই জরুরি অবস্থা প্রাথমিকভাবে ৩০ দিন স্থায়ী হবে। তবে এই প্রস্তাব ইউক্রেনের পার্লামেন্টে পাস হতে হবে।
গত সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন প্রজাতন্ত্র’ হিসেবে স্বীকৃতি দেন ভ্লাদিমির পুতিন। এই দুই অঞ্চলে ইতোমধ্যে রুশপন্থী বিদ্রোহী ও ইউক্রেন সেনাবাহিনী যুদ্ধাবস্থায়।
এদিকে আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ইউক্রেনে রাশিয়ার পুরোমাত্রার হামলা সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে।
সংকটের শুরু যেভাবে
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।