ইউক্রেনে রাশিয়ার আক্রমণ পরিস্থিতির মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে (বাংলাদেশ সময় রাতে) এই বৈঠকে রাশিয়া-ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
সিএনএনের খবরে বলা হয়েছে, বৈঠকের লক্ষ্যে ইতোমধ্যে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত হয়েছেন।
এছাড়া নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, কোষাধ্যক্ষ জ্যানেট ইয়েলেন, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলি, পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন, সিআইএ’র পরিচালক বিল বার্নস, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সকাল ৭টার মধ্যে হোয়াইট হাউসে উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে বাইডেন বলেছিলেন, প্রেসিডেন্ট পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে। আক্রমণ যে ধ্বংস ডেকে আনবে, যে প্রাণক্ষয়ের কারণ হবে, তার দায় পুরোপুরি রাশিয়াকেই বহন করতে হবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণে উন্নত প্রযুক্তি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা, নতুন নিষেধাজ্ঞা আরোপসহ বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারেন তিনি।
Leave a Reply