দেশে প্রথমবারের মতো এই শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন টিকা নেওয়ার জন্য কোনও রেজিস্ট্রেশন দরকার হবে না। কেবল মোবাইল নম্বর দিয়ে টিকা দেওয়া হবে।
শুক্রবারে কেন টিকা দেবেন জানতে চাইলে তিনি বলেন, টিকা কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারিতেও প্রচুর পরিমাণে টিকা দেওয়া হবে। মানুষের টিকা নেওয়ার চাপ রয়েছে তাই আগামীকালও টিকা কেন্দ্রগুলো খোলা থাকবে।
স্বাস্থ্য অধিদফতর আগেই জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকার প্রথম ডোজের কার্যক্রম শেষ হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম আগামী ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে বলে জানান।
Leave a Reply