1. admin@thedailypadma.com : admin :
কিয়েভ দখলের পথে আছে রাশিয়া; দখল করে নিয়েছে মারিউপুল এবং চেরনোভিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইসির নিবন্ধন পেতে যাচ্ছে আলোচিত ‘ইলেকশন মনিটরিং ফোরাম’সহ আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা নাইজেরিয়ায় সেনাবাহিনীর ভুল হামলায় নিহত ৮৫ জোটভুক্ত হয়ে নয়, তৃণমূল বিএনপি আলাদাভাবেই নির্বাচন করবে: তৈমুর আলম খন্দকার গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা টানেল নেটওয়ার্ককে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দিতে চায় ইসরাইল দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু গাজায় ইসরাইলি সৈন্য নিহতের সংখ্যা আরো বেড়েছে: আইডিএফ ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে চেন্নাই শহর প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে; ৮ জনের মৃত্যু অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি যথেষ্ট ভূমিকা রাখছে : মহাপরিচালক নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে: ইসি আলমগীর আজ-কালের মধ্যে ১৪ দলীয় জোটের শরীকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে

কিয়েভ দখলের পথে আছে রাশিয়া; দখল করে নিয়েছে মারিউপুল এবং চেরনোভিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

কিয়েভ দখলের পথে আছে রাশিয়া। দখল করে নিয়েছে বন্দরনগরী মারিউপুল এবং চেরনোভিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো একটি দেশে এটিই বড় আকারের আক্রমণ। তাই এখন ইতিহাসের সবচেয়ে নাজুক মুহূর্তে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে বিক্ষোভও করেছেন হাজার হাজার নাগরিক। সারা দিনে গ্রেপ্তার হয়েছে সাত শতাধিক বিক্ষোভকারী। এমনই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে সফলভাবে শেষ হয়েছে প্রথম দিনের আক্রমণ।

কিছুক্ষণ আগে বিবিসির সাংবাদিক পল অ্যাডামস জানান, রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ২০ মাইল দূরে আন্তোনভ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। সকাল থেকেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো।

বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর আদেশ দেন। গত বছরের অক্টোবর থেকে ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েন করলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বিরোধিতা করে। তারা অভিযোগ করতে থাকে, রাশিয়া ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। কিন্তু বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। অবশেষে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগই সত্য প্রমাণিত হলো।

মার্শাল ল

রাশিয়ার আক্রমণের মুখে মার্শাল ল জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেছেন। বৃহস্পতিবার অনেক নাগরিক রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভেও নেমেছিলেন।

রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভকারীদের গ্রেপ্তার

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে দেশটির অনেক নাগরিক। বৃহস্পতিবার সারা দিনে ৭৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিষেধাজ্ঞা

নতুন করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রাথমিক পর্যায়।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেশটির কর্মকর্তা বিষয়টি জানান।

শান্তি ফেরাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির ফোন

ইউক্রেনে আগ্রাসন বন্ধ করে দ্রুত শান্তি ফেরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনকে তিনি বলেছেন, ইউক্রেন সংকটের সমাধান করে দ্রুত শান্তি ফিরিয়ে আনা এখন জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews