কিয়েভ দখলের পথে আছে রাশিয়া। দখল করে নিয়েছে বন্দরনগরী মারিউপুল এবং চেরনোভিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো একটি দেশে এটিই বড় আকারের আক্রমণ। তাই এখন ইতিহাসের সবচেয়ে নাজুক মুহূর্তে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনে বিক্ষোভও করেছেন হাজার হাজার নাগরিক। সারা দিনে গ্রেপ্তার হয়েছে সাত শতাধিক বিক্ষোভকারী। এমনই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে সফলভাবে শেষ হয়েছে প্রথম দিনের আক্রমণ।
কিছুক্ষণ আগে বিবিসির সাংবাদিক পল অ্যাডামস জানান, রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ২০ মাইল দূরে আন্তোনভ বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। সকাল থেকেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিলো।
মার্শাল ল
রাশিয়ার আক্রমণের মুখে মার্শাল ল জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেছেন। বৃহস্পতিবার অনেক নাগরিক রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভেও নেমেছিলেন।
রাশিয়ার বিরুদ্ধে বিক্ষোভকারীদের গ্রেপ্তার
নিষেধাজ্ঞা
নতুন করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রাথমিক পর্যায়।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল
ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেশটির কর্মকর্তা বিষয়টি জানান।
শান্তি ফেরাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির ফোন
ইউক্রেনে আগ্রাসন বন্ধ করে দ্রুত শান্তি ফেরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনকে তিনি বলেছেন, ইউক্রেন সংকটের সমাধান করে দ্রুত শান্তি ফিরিয়ে আনা এখন জরুরি।
Leave a Reply