চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ। ম্যাচটিতে বাংলাদেশ জয় পেলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে; সঙ্গে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ওঠে যাবেন টাইগাররা।
ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গেছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১টায়।
বাংলাদেশ প্রথম ম্যাচটিতে জয় পেলেও জয়টি সহজ ছিল না। ম্যাচটিতে আফগানদের দেওয়া ২১৫ রানের জবাব দিতে নেমে মাত্র ৪৫ রানেই প্রথম ৬ উইকেট হারিয়েছিলেন টাইগাররা। সপ্তম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন মিলে ১৭৪ রান করলে জয় পান লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশ
লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
<p>সম্পাদক: মো:রোকন উদ্দিন রুমন </p><p>লেখক: আবদুল্লাহ যায়েদ তানজিন </p><p>উপদেষ্টা: মো: মোশাররফ হোসেন </p><p>thedailypadma@gmail.com<br></p><p> বার্তা কার্যালয়: দক্ষিন কমলাপুর,ফরিদপুর সদর, ফরিদপুর। </p><p>মোবাইল:০১৭১১১৪৮৯৫১, ০১৯১১৩০৩২২৯ ইমেইল: thepadma24@gmail.com<br></p>
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।