ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদমিরি জেলেনস্কি।
ভিডিও বার্তায় জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি খোলাখুলিভাবেই বলছি। এই রাত দিনের চেয়ে কঠিন হবে। আমাদের দেশের অনেক শহরে এখন হামলা অব্যাহত। বিশেষ করে তাদের লক্ষ্য কিয়েভ। কিন্তু আমরা রাজধানীর নিয়ন্ত্রণ হারাবো না।
দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, এই রাতে শত্রুরা কঠোর অমানবিক উপায়ে আমাদের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য সব রকমের শক্তি প্রয়োগ করে যাবে। রাতে একটি ঝড় তোলার চেষ্টা করবে রুশ বাহিনী।
এই প্রতিবেদন লেখার সময় ইউক্রেনের স্থানীয় সময় ভোর প্রায় ৪টা। রাজধানীর আশপাশে তখন তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর মধ্যে। অনেক হতাতেরও খবর পাওয় যাচ্ছে।
Leave a Reply